নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০:
রাজধানীতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) রাতে বাবুবাজার এলাকার সুরেশ্বরী মার্কেটের ৫ম তলার একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়। এছাড়াও জব্দ হওয়া মালামালের মধ্যে প্রচুর মাস্কপ রয়েছে বলে জানান র্যাব। এ ঘটনার সাথে জড়িত ১জনকে আটক করা হলেও আরো ৮জন পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, তাদের সবার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে। রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে অবৈধ ওষুধগুলো সরবরাহ করতো। র্যাব জানায় করোনা ভাইরাস আক্রান্ত চিহ্নিত হওয়ায় অসাধু ব্যবসায়ীরা মাক্সও মজুদ করে।