সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৪ মার্চ ২০২০ :
উৎসবমুখর পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উদ্বোধক ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের- উল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আজাহার খন্দকার, বর্তমান সাধারণ সম্পাদক কাউছার ভূঁইয়া, ইজি ফ্যাশন লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর তৌহিদ চৌধুরী, পলাশ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী (নয়ন), ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম রানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন। আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, ডাংগা ৩ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মতিউর রহমান বিটাক প্রমুখ।
উদ্বোধন ম্যাচে ঘোড়াশাল পৌরসভা একাদশ দাউদপুর ফুটবল একাডেমিকে ২- ০ গোলে পরাজিত করে জয়লাভ করে।