শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৪ মার্চ ২০২০ : শিবপুর পৌরসভার বানিয়াদী সড়ক ও জনপথ রাস্তা হতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পর্যন্ত (ডিসি রোড) রাস্তার বেহাল দশায় মানুষের ভোগান্তি বেড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে আরোও অনেকে আগেই। তাই রাস্তাটি পুন:সংস্কার কাজের জন্য নগর উন্নয়ন প্রকল্প (আইইউআইডিপি), পর্ব-২ এলজিইডি এর প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা টাকা ব্যয়ে দরপত্র আহবান করে শিবপুর পৌরসভা । ওই কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফারুক এন্টারপ্রাইজ ও এ. এস কন্ট্রাকশন শিবপুর, নরসিংদী।
জানা যায়, গত বছর সেপ্টেম্বর মাসে ওই ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কাজের চুক্তি হয়। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও অপেশাদার ঠিকাদারের গাফিলতির কারণে এখন পর্যন্ত কাজ হচ্ছে না ওই রাস্তার। ফলে এ রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের ভোগান্তি চরমে উঠেছে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হওয়ায় দ্রুত কাজ শেষ করে দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ কামনা করছেন এলাকাবাসী।
এ.এস কন্ট্রাকশনের মালিক মোজ্জাম্মেল মোল্লা জানান, শিবপুর পৌরসভার এই প্রকল্পের অর্থ বরাদ্দ না থাকায় কাজ করতে বিলম্ব হচ্ছে। রাস্তায় যে সমস্ত গর্ত ছিল তা ভরাট করে দিয়েছি এবং অতি শীঘ্রই কাজ শুরু করা হবে। এই বিষয়ে পৌর প্রকৌশলী মো. কায়ূম এ প্রতিবেদকের সাথে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
উল্লেখ্য এই রাস্তাটি গত ১১ জানুয়ারি আর.সি.সি এর মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির।