শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৪ মার্চ ২০২০ :
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দী কবরস্থান এলাকা থেকে ১৩ মার্চ শুক্রবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী আল-আমিন মিয়া ওরফে টাইগার আলামিন (২৭) কে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। আটককৃত আল-আমিন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, গতকাল শুক্রবার রাতে আনুমানিক ৩ ঘটিকার সময় ভারতেরকান্দি কবরস্থান এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ডাকাত আলামিন কে আটক করে পুলিশ এবং অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ২টি ছোরা,১লোহার পাত, ১টি লোহার কামড়ীসহ ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৪,তাং ১৪/০৩/২০খ্রি:।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আলামিন কে আটক করে এসআই ইমরান আহমেদ ও তার সঙ্গীয় ফোর্স। তাঁর বিরুদ্ধে ১টি খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।