শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ১৫ মার্চ ২০২০ : নরসিংদীর শিবপুর আল-হেরা একাডেমী এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ মার্চ দিনব্যাপী বানিয়াদীস্থ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। শিবপুর আল হেরা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান তিনি এসময় অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর মাদকের সঙ্গে যারা জড়িত তারা যতই ক্ষমতাবান হোক না কেন শেঁকড় তুলে ফেলা হবে। মাদকের ব্যাপারে কোনো তদবির বা ছাড় হবে না।
এ সময় তিনি আরোও বলেন, আপনাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ শেষে সময়মত বাসায় ফিরছে কিনা স্কুলে কলেজে গিয়ে কি করছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে আর নতুবা প্রেম করে পালিয়ে যাওয়ার পর কান্নাকাটি করলেও সন্তানের ভবিষ্যত গড়ে তুলতে পারবেন না। আর করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনারা সচেতন হোন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন। পরে তিনি উপস্থিত অভিভাবকদের হাতে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারপত্র বিলি করেন ওসি।