শেখ মানিক | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ১৫ মার্চ ২০২০:
নরসিংদীর শিবপুর উপজেলার পাঁচপাইকা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বাঘাব, পাঁচপাইকা, চালিতাকান্দি ও আড়ালী কৃষক বন্ধু সংগঠন ১লা মার্চ কল্যাণ দিবস উপলক্ষে ৩৫ তম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর ১লা মার্চ এ আয়োজন করা হয়। এবছর পারিবারিক সমস্যার কারণে ১৪ মার্চ সন্ধ্যায় পাঁচপাইকা মসজিদ গেইট সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশিষ্ট ঠিকাদার আবুল কাশেম ভূঁইয়া কান্ডারীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন শিবপুর বনবিভাগ সংলগ্ন নূরে মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মাহবুবুর রহমান।
কল্যাণ দিবস উপলক্ষে এলাকার গরীব ছাত্রদেরকে আর্থিক সহায়তা প্রদান, মেধাবী ছাত্রদের সম্মাননা স্মারক ও গরীব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।