সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন – সোমবার, ১৬ মার্চ ২০২০ : দেশে মরণঘাতী করোনা ভাইরাস আতংকের মধ্যে কাল ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যম্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রী ডা.দিপু মনি সাংবাদিকদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়টি জানান। তিনি আরো বলেন শিক্ষার্থীরা যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সর্বত্র ঘুরে না বেড়ান সেজন্য অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে। সেটি অভিভাবক ও সংশ্লিষ্টরা যেন নিশ্চিত করেন। এর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা জানান। এবং বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন ১৮ থেকে ২৮ মার্চ শনিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।