মোঃ সালাহউদ্দিন আহমেদ | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১৬ মার্চ ২০২০ : বিশ্ব যেখানে করোনা ভাইরাস প্রতিরোধে টালমাটাল ঠিক তখনই বাংলাদেশও করোনা ভাইরাস এ আক্রান্ত হলো। সরকারের সচেতনতা মূলক বিভিন্ন প্রচারণা টেলিভিশন মিডিয়া সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে থাকলেও নরসিংদীর গ্রাম অঞ্চলে ও গ্রামের হাট বাজার গুলোতে নেই সচেতনতার কোনো প্রভাব। নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এর নেতৃত্বে মহাসড়কে ও যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতায় করনীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জেলা প্রশাসনের সহায়তায় নরসিংদী শহরে তিনি নিজে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন ও বিভিন্ন পরামর্শ দেন। অন্যদিকে নরসিংদী সদর মডেল থানা, মাধবদী থানা, পলাশ ও শিবপুর থানা পুলিশকে করোনা প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিতরণ করতে দেখা যায়। কিন্তু পৌর শহরের বাইরে ইউনিয়ন, হাট বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতায় নেই কোনো উদ্যোগ চোখে পড়েনি লিফলেট বিতরণ বা কোনো কার্যক্রম। সরজমিনে নরসিংদীর বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে দেখা যায় চা-স্টল, গুলোতে একসাথে ২০ থেকে২৫ জন করে বসে আড্ডা দিতে গল্প গুজব করতে এমনই গল্পের আসরে করোনা ভাইরাস সম্পর্কে জানে কি না প্রশ্ন করলে রহমান (৪৫) বলেন এইগুলি আল্লাহর গজব এই অসুখ আমগো অইতো না যারা ঘুষ খায় হারাম খায় তাগো অইবো । স্থানীয় স্কুল শিক্ষক মজিবুর রহমান বলেন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক গ্রাম ও হাটে বাজারে প্রচার মাইকিং ও লিফলেট বিতরণ প্রয়োজন অনেক সাধারণ মানুষরা এটা গজব বলে নিজেদের রক্ষায় কি করনীয় সেটাই জানেন না তাদের কে সচেতন করার কোনো বিকল্প নেই আর এজন্য প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক সংগঠন ও সরকারের আরো প্রচার মুখি কার্যক্রম।