মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১৬ মার্চ ২০২০ : নরসিংদীর রায়পুরায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার উপজেলার পৌর এলাকার হাশিমপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে নরসিংদী জেলা কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) গোবিন্দ সরকারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ জয়নাল আবেদীনকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুর রহমান খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সাবেক কমান্ডার আবদুল ওদুদ।
জানা যায়, ২০১৮ সালে শিশু মামুন (৭) হত্যার ঘটনায় তার বাবা সুজন মিয়ার দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। দীর্ঘ ২১ মাস কারাবাসে থাকার পর গতরাতে তিনি নরসিংদী জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।