সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০:
আজ ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে পৌরবাসীসহ দেশের সকলকে জানাই শুভেচ্ছা। আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে সারাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সংখিপ্ত করা হয়েছে। তারপরও আমাদের ইতিহাসের মহানায়ক যার নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছিলাম। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের ঘোড়াশাল পৌরসভার ছিল ব্যাপক প্রস্তুতি। আনন্দঘন র্যালি এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জন্মশতবার্ষিকীর শুভ দিন গণনার জন্য ডিজিটাল ঘড়ি স্থাপন ও পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড, ঘোড়াশাল ঘোড়া চত্বর, রেলওয়ে স্টেশন, পৌর অডিটোরিয়ামসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্নিল আলোকসজ্জায় সজ্জিত এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করেছি। অনুষ্ঠানসূচি সংখিপ্ত হলেও আজ
আমাদের প্রিয় নেতা আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, বিভিন্ন স্কুল কলেজ ও প্রতিষ্ঠানের প্রধান গণ ঘোড়াশাল অডিটোরিয়ামের সামনে নবনির্মিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবো। বঙ্গবন্ধু স্মরণে পৌর এলাকার মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়ার অনুষ্ঠিত হবে। আজকের এই শুভ দিনে ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ জাতির জনকের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাবো। ইতিমধ্যে পৌরবাসীরা যেন রাতের আলোকিত সড়কে চলাচল করতে পারে সেই জন্য ঘোড়াশাল পৌরসভার প্রায় প্রতিটি এলাকায় বৈদ্যুতিক লাইট লাইট লাগানো হয়েছে। ঘোড়াশাল থেকে পলাশ সড়কে মানুষের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সব স্থানেই সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা রয়েছে। আমাদের প্রিয়নেতা আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপির নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোড়াশালকে প্রতিষ্ঠা করতে পারবো এই অঙ্গিকার ব্যক্ত করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সফল হোক।সারা বাংলাদেশের নতুন প্রজন্ম জানুক বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশের অস্তিত্ব মানেই বঙ্গবন্ধু। বর্তমানে এই মহানায়কের উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন তাঁর পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে পারে সেই জন্য আমরা সকলে মিলে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সততা ও স্বচ্ছতার সাথে এগিয়ে নিয়ে যাবো।