নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার-১৭ মার্চ ২০২০:
নরসিংদীতে গাছ কাটার সময় রশি দিয়ে টান দিলে গায়ের ওপরে গাছ পড়ে খলিল ভুইয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত খলিল ভূঁইয়া আমলাব ইউনিয়নের আব্দুল্লাহ নগর গ্রামের ছায়েদ আলী ভূঁইয়ার ছেলে। মঙ্গলবার (১৭ মার্চ) নিজ বাড়িতে একটি গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের স্বজনরা।
প্রত্যক্ষদর্শীরা জানান,গাছ কাটা শেষে রশি ধরে টান দিলে সেই গাছটি উপরের অংশ ভেঙ্গে খলিলের মাথায় পরে। এতে সাথে সাথে খলিলের মাথা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন।