মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-মঙ্গলবার,১৭ মার্চ ২০২০: নরসিংদীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী । মঙ্গলবার (১৭ মার্চ ) সকাল ৯টায় নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা অর্পণ করা হয় । এসময় এমপি তামান্না নুসরাত বুবলী,নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ও নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । পরে মুজিবশতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসক কতৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি ।
এছাড়াও নরসিংদী জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।