সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ :
নরসিংদীর পলাশে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম ও পলাশ উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী (অ.দা.) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা ইউসুফজী, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমানসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ অনুষ্ঠানে করোনা ভাইরাস সচেতনতায় বিশদ আলোচনা করা হয়। এছাড়াও উপজেলা জুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়।