সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ :
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনকে উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পৌর আটিয়া গাঁও প্রাথমিক বিদ্যালয়ে উম্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও নতুন স্কুল ড্রেস পেল শিক্ষার্থীরা। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে নতুন স্কুল ড্রেস বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর সভার প্রকৌশলী আনোয়ার সাদাৎ, পলাশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, কাউন্সিলর রফিক ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ মিয়া প্রমুখ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, আমরা শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছি। বিশেষ করে শিশু শিক্ষার জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এখানে শিশুদের শিক্ষা বিস্তারের জন্য একটি পৌর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। পর্যায় ক্রমে প্রতিটি ওয়ার্ডে আমরা গনবান্ধব শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে আরো শিক্ষা প্রকল্প গ্রহন করবো।
তিনি আরো বলেন, দেশে এখন করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থা নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনও বসে নেই। সবার যৌথ উদ্যোগে সব শ্রেণীর জনগণকে নিয়ে প্রতিরোধে এগিয়ে যাচ্ছি। এ ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।