নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ :
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। আজ (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ লিফলেট বিতরণ করেন। উপজেলার ঘোড়াশাল বাসষ্ট্যান্ড, রেল স্টেশন, যাত্রীবাহী বিভিন্ন পরিবহন, উপজেলা চত্বর ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সাধারণ মানুষকে করোনা ভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে এর লক্ষণগুলো সম্পর্কে অবহিত করা হয়। আক্রান্ত ব্যক্তির সন্ধান পেলে অবশ্যই যেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করা হয় সেজন্য অনুরোধ জানানো হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক বোরহান মেহেদী, শফিকুল ইসলাম, সাব্বির হোসেন, বিল্লাল হোসেন, সারোয়ার রুবেল ও আনোয়ার হোসেন আনু প্রমুখ।