নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ :
বাংলাদেশে নতুন করে একই পরিবারের ৩ জনের মধ্যে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়ালো। গতকাল ১জন এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবুল কালাম আজাদ। যে ৩ জন নতুন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২ জন পুরুষ এবং ১জন নারী রয়েছেন। পুরুষদের মধ্যে একজনের বয়স ৬৫, অপরজন ৩২ ও নারীর বয়স ২২। তারা ৩জনই একই পরিবারের সদস্য। তারা ইতালি থেকে দেশে আসা করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন।