মোঃ নাহিদ প্রধান|নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার-১৯মার্চ ২০২০: নরসিংদীতে চাল,ডাল,পেঁয়াজসহ ভোজ্য পণ্যের মূল্য পর্যবেক্ষনের জন্য পৃথকভাবে পুলিশের অভিযান ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী নরসিংদী পৌর শহর,মাধবদী পৌর শহর সহ এ জেলার বিভিন্ন বাজার গুলোতে নিত্যপ্রয়োজনী পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, নরসিংদীর বড় বাজার ও মাধবদীতে চাউল সহ বিভিন্ন ভোজ্য পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে। এখবর পেয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দউজ্জামন সঙ্গিয়ফোর্স নিয়ে বড়বাজারে অভিযান চালান। এসময় বাজার সমিতির লোকজনদের ডেকে সব ধরণের পণ্যে অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করে দেন তিনি।
একই দিন দুপুরে সদর উপজেলার মাধবদী বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান মাইকিং করে বাজারের ব্যবসায়িদের বলেন ভোজ্য পণ্যের মূল্য বেশি নেয়া হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়া হবে। এসময় এক ব্যবসায়িকে আটক করা হয় বলে জানান তিনি।
এদিকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, পেঁয়াজসহ ভোজ্য পণ্যের মূল্য পর্যবেক্ষনের জন্য পৃথকভাবে পুলিশের অভিযান ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে ।