মোঃ মোখলেছুর রহমান| নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ২০ মার্চ ২০২০:
গাজীপুরের জয়দেবপুর বাজারে ক্রেতার ছদ্মবেশে প্রবেশ করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার ২০ মার্চ ওই অভিযান পরিচালনা করেন গাজীপুর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসময় অতিরিক্ত দাম আদায় করায় ২জন খুচরা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা করে অর্থ দন্ড দেওয়া হয়। এছাড়া, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এক পাইকারি চাল ব্যবসায়ীকে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা প্রদান করার উদ্দেশ্যে ব্যবসায়ী মুরাদ হোসেন দোকান বন্ধ করছিল। ক্রেতার ছদ্মবেশে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় জানিয়ে তাকে দোকান খুলতে বললে সে পালানোর চেষ্টা করে দৌড় দেয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে চেজ করে ধরতে সক্ষম হয়। পরে সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করায় দন্ড বিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায় তাকে ১৫ দিন কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সহায়তা করেন ব্যটেলিয়ন আনসার সদস্যগণ।