সফুরউদ্দিন প্রভাত, আড়াইহাজার থেকে : মালেয়শিয়া বহুতল ভবনের কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে জুলহাস মিয়া (৪৫) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে মালেয়শিয়ার কুয়ালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যাান। বৃহস্পতিবার ভোরে মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় পৌছালে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেনা তার গ্রামবাসীও।
বিষয়টি নিশ্চিত করেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আড়াইহাজার জোনের ফিল্ড অফিসার আমিনুল হক। তিনি জানান, গত ১৩ বছর আগে জুলহাস পরিবার পরিজনের একটু সুখের আশায় মালেশিয়ায় পাড়ি জমান। এর মধ্যে সর্বশেষ গত দুই বছর আগে ছুটি নিয়ে দেশে এসে তিনি পরিবারের সাথে সময় কাটিয়ে যান। মালয়েশিয়ার কুয়ালামপুর শহরে মেসে থেকে তিনি স্থানীয় এক মালিকের আওতাধীন নির্মাণ শ্রমিকের করতো। সেখানে কাজ করে যে পরিমান টাকা বেতন পেতেন তা দিয়ে কোন রকমের সংসার চালাতেন। গত ১৫ মার্চ জুলহাস বহুতল ভবনে কাজ করার সময় ভবন থেকে নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সহযোগিরা ওই এলাকার একটি হাসপাতালে ভর্তি করান। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলহাস মারা যান। বৃহস্পতিবার ভোরে পরিবারের কাছে জুলহাসের মৃত্যু খবর পৌছায়। খবর পেয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর একটি প্রতিনিধি দল জুলহাসের পরিবারের সাথে সাক্ষাত করেন। প্রতিনিধিদল এয়ারপোর্টে প্রবাসী কল্যান ডেক্স থেকে দাফনকার্যের চেক গ্রহন, ক্ষতিপুরণ বাবদ অর্থপ্রাপ্তি ও আনুষাঙ্গিক বিষয়ে সরকারি সহযোগিতা বিষয়ে নিহতের পরিবারকে তথ্য প্রদান করে। জুলহাস স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তার আয় দিয়ে তাদের সংসার চলতো। তার অকাল মৃত্যু পরিবারটির কান্নাই এখন একমাত্র সম্বল।