মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
সোমবার-২৩ মার্চ ২০২০: করোনা ভাইরাস প্রতিরোধে নরসিংদীর ইজিবাইক ও বিভিন্ন যানবাহন জীবানুমুক্ত করতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংস্থা অণির্বান ও যাত্রাপথ নামে দুটি সংগঠন। আজ সকালে নরসিংদী স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার এলাকায় এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার । এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু কাউছার সুমন,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, খোজ খবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, নবধারা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক,যাত্রাপথের সভাপতি তৌফিকুল ইসলাম সোহাগ,সাধারণ সম্পাদক ইফাত হক,অনির্বানের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল বান্না তাকি । এসময় নরসিংদী শহরের বিভিন্ন মোড়ে গিয়ে যাতায়াতকারী ইজিবাইক ও অনান্য যানবাহনকে জীবানু মুক্ত করতে স্প্রে করেন ও চালকদের মাঝে মাস্ক ও হ্যান্ডসগ্লাভস ও লিফলেট বিতরণ করা হয় ।