নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ : করোনা ভাইরাস আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মাধবদী পৌর শহর সহ বিভিন্ন বাজার পরিদর্শন অব্যাহত রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান। মঙ্গলবার (২৪ মার্চ) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য বাজার ঘুরে ঘুরে ব্যবসায়িদের জোরালো আহ্বান জানান তিনি। যদি কোন ব্যবসায়ী প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বেশী দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করে, তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে। করোনা ভাইরাসকে পুজি না করে সঠিক দামে ভোজ্য পণ্য বিক্রয় ও সর্তক হয়ে যাওয়ার জন্য সকল ব্যবসায়িদের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া করোনা ভাইরাসে আতংকিত হয়ে একসাথে প্রয়োজনের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় না করার জন্য সকলকে আহ্বান জানান তিনি। বাংলাদেশে চাল, পিয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট মজুদ রয়েছে বলে সকলকে অবগত করেন তিনি।