শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ : নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতন্যা এলাকা থেকে ৭৬ কেজি গাঁজা ও ১২৯০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১০, এবং এসময় একজন পালিয়ে যায়। মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি পিকআপ ও ১টি ট্রাক আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার দক্ষিণ গ্রামের মৃত আ: মজিদের ছেলে মো. জামাল (৩২), চাঁদপুর সদরের কামরাঙ্গা গ্রামের মোশারফ মিজির ছেলে আমির হামজা (২৫)। পলাতক আসামী ঢাকা খিলক্ষেত মেম্বার গলির সেলিমের ছেলে আরিফ হোসেন (৩০)। ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করা হয় বলে র্যাব-১০ এর এসআই আক্কাস এ তথ্য নিশ্চত করেন। এসআই আক্কাস জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের বড় একটি চালান নিয়ে ঢাকায় যাচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে তারা এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শিবপুর মডেল থানায় সোপর্দ করা হয়।