বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার-২৫ মার্চ ২০২০:
করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৩০ জনের বেশি। এদিকে করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। আটকে গেছে ছবির মুক্তি।
তবে বসে নেই তারকারা। করোনা মোকাবিলায় অনেকেই নানা সচেতনতামূলক কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দিচ্ছেন নানা পরামর্শ। পিছিয়ে নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপিও।
এই নায়িকা বর্তমানে খুলনায় তার গ্রামের বাড়িতে রয়েছেন। সেখানে থেকে নিজ এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি কোরআন খতমসহ বিনামূল্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন। তার অংশ হিসেবে মঙ্গলবার তিনি এলাকার মানুষের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
পপি জানান, ‘আমার জায়াগা থেকে আমি চেস্টা করে যাচ্ছি যতটুকু সম্ভব। নিজে সেইভ থেকে সাধারণ মানুষকে করোনা বিষয়ে সচেতন করছি। গ্রামের মানুষ করোনাভাইরাস নাম জানলেও এর থেকে মুক্তি কিংবা এর ভয়াবহতা জানে না। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।’