মোঃ আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ২৫ মার্চ ২০২০ : মঙ্গলবার (২৪ মার্চ) নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে মহামারী করোনাভাইরাস রোধে বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর ছেলে নরসিংদী জেলা আওয়ামি যুব লীগের কার্যকরী কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর সহযোগিতায় দুস্থ অসহায়, ও সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ অর্থ ও স্যানিটাইজার বিতরণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার খালেদা। এসময় করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হওয়া সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। একই সাথে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু বকর সিদ্দিক রাজিব,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সেক্রেটারী রবি মাঝি,ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ,জাকির হোসেন, শাহান, ইউপি সদস্য আমির চাঁন ও সাফিউদ্দীন, চাকুরীজীবি আমির হোসেন সাংবাদিক সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা বলেন, সমাজের হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিরা এম্নিতেই অসহায়। করোনার কারনে তাদের কাজ কর্মও বর্তমানে তেমন নেই। তাই তাদেরকে শিল্পমন্ত্রীর পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নেরই এগুলো দেয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় জনগনের নিকট জানতে চাইলে তারা আবেগ আপ্লুত কন্ঠে বলেন , এই বিপদের সময় আমরা একমাত্র মহিলা ভাইস চেয়ারম্যানকেই কাছে পেয়ছি । এরকম নেতাকেই আমরা সবসময় পাশে চাই। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক।বাদল নামে একজন জানান, মহিলা ভাইস চেয়ারম্যান এলাকায় ঘুরে ঘুরে আমাদের খোজ খবর নিচ্ছেন।একমাত্র ওনাকেই কাছে পেয়েছি।