নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ : করোনাভাইরাস পরিস্থিতিতে প্রকাশ্যে জনসমাগর ঠেকাতে ২৫ মার্চ বুধবার থেকে চাঁদপুরে সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরে রাস্তাঘাটে স্থানীয়দের ভিড় দেখা গেলেও সেনাবাহিনীর টহলের পর থেকে তা কমে যায় এবং দোকান পাট বন্ধ হয়ে যায়।
আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার মেজর আবুল খায়ের ও এসিল্যান্ড মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর কর্মকর্তারা দুপুর ১২ টায় পুরান বাজারের নিতাইগঞ্জ থেকে শুরু করে বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং করোনা প্রতিরোধে জন সচেতনতা বাড়াতে কাজ করেন। সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করেন। সবাই কে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ও মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও গ্রীন বাংলা নিউজের সম্পাদক মোঃ আশিক খান।