খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০: মহামারী করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে মাধবদীবাসীকে সচেতন করতে প্রচারপত্র ও মাস্ক বিতরণ সহ বিভিন্ন সড়ক ও কাঁচা বাজার মুদি মনোহারী পট্টী ঘুরে ঘুরে মাইকিং করেছেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক। তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে মাধবদী বাজারে এ প্রচারণা করেন। করোনা ভাইরাসকে প্রতিহত করতে হলে জনসচেত হওয়ার কোন বিকল্প নাই। অযথা বাজার বন্দরে ঘুরে লোক সমাগম না করে সবাইকে বাড়িতে থাকার জন্য আহ্বান জানান মেয়র মোশাররফ।
এসময় উপস্থিত ছিলেন,মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির শাহ্ ও গৌতম ঘোষ, মাধবদী শহর আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা সহ আরো অনেকে।