মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার- ২৬মার্চ ২০২০: মহামারী করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকার অনেক এলাকা লকডাউন করেছে। বন্ধ করেছে স্থল,আকাশ ও জলপথ। এমন সময় সবাই যখন ঘরে থাকছেন তখন অসহায় গরীব ও অস্বচ্ছল মানুষের জীবন জীবিকা চালানো কঠিন হয়ে যাচ্ছে। কাজ না থাকায় আয় নেই। তারা মূলত দিন আনে দিন খায়। তাদের কথা ভেবেই মানবতার হাত বাড়িয়ে দিয়ে ওদের পাশে দাড়িয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী বুধবার (২৫ মার্চ) রাতে এমপি বুবলীর পক্ষ থেকে নরসিংদীর বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে অসহায় অস্বচ্ছল মানুষ ও বিধবা মহিলাদের হাতে চাল,ডাল,আলু,পেয়াজ, সাবান,মাস্ক,নগদ টাকা সমন্বয়ে একটি করে প্যাকেট এবং বিভিন্ন রাস্তায় ঘুরে অটো রিক্সা চালকদের নগদ টাকা দেওয়া হয় ৷
এছাড়া বিকালে এমপি তামান্না নুসরাত বুবলীর নির্দেশে নরসিংদীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় ঘুরে জীবাণু নাশক স্প্রে করা হয় পাশাপাশি বিভিন্ন মসজিদে স্যানিটাইজার,সাবান বিতরন করা হয় ।