সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০: করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সীমিত আকারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি।