নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ২৭ মার্চ ২০২০:
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংকেতিক চিহ্ন অঙ্কন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) জেলা পুলিশের উদ্যোগে নরসিংদী সদর, মাধবদী, পলাশ, ঘোড়াশাল বাজার, বেলাব, মনোহরদীসহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারগুলোতে দোকানের সামনে সাংকেতিক চিহ্ন বৃত্ত আকাঁ হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, কাঁচা বাজার, চিকিৎসা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনা কাঁটা করার জন্য জেলা পুলিশের এই উদ্যোগ।
তবে পুলিশের পক্ষ থেকে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য সচেতন করা হচ্ছে।