সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন -
শুক্রবার, ২৭ মার্চ ২০২০ :
করোনা ভাইরাস (কোভিড-১৯) " নাগরিকদের সুরক্ষা দিতে সরকারের দেয়া সামাজিক দুরত্ব মেনে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে জীবাণুমুক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পৌর কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম নবাব। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে হাতে গোনা কয়েকজন তরুণদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগে জীবাণুমুক্ত করতে স্প্রে করেন। পাশাপাশি স্থানীয়দের করোনা প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন। গত কয়েকদিনে পলাশ উপজেলার কয়েকটি স্থানে করোনা প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ জীবন সুরক্ষা সামগ্রী বিতরণকালে জনসমাগমের মতো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে। যেখানে সরকারের দেয়া সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়ম মানা হয়নি। আজ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে সামাজিক দুরত্ব মেনে জীবাণুমুক্ত কার্যক্রম পরিচালনা করায় অনেকেই কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম নবাবসহ অংশ নেয়া তরুণদের প্রশংসা করেন। এই ওয়ার্ডের নাগরিক মোঃ নাঈম খান বলেন, বর্তমানে করোনা প্রতিরোধে যখন আমরা ঘরে আবদ্ধ সেখানে সচেতনামূলক কার্যক্রম ও জীবন সুরক্ষা সামগ্রী বিতরণ করতে গিয়ে জনসমাগম করা মানে করোনা ভাইরাসকে আমন্ত্রণ জানানো। আজ আমাদের ওয়ার্ডে কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব সামাজিক দুরত্ব মেনে জীবাণুমুক্ত কার্যক্রম পরিচালনা করায় প্রশংসার দাবি রাখে।পৌর এলাকার যারা দেশের এই কঠিন পরিস্থিতিতে জীবন সুরক্ষা সামগ্রী বিতরণকালে নিয়ম মানছেন না। তাদের আজকের কার্যক্রম শিক্ষা নেওয়া উচিত।
কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম নবাব জানান, পৌরসভার কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও আমার এলাকার নাগরিকদের সুরক্ষা দিতে কাজ করে যাচ্ছি। এ কার্যক্রমে এলাকার কিছু তরুণ সহযোগিতা করে যাচ্ছে। সমাজে যারা বিত্তবান আছেন তারাও এগিয়ে আসলে এবং সবাই নিয়ম মেনে চললে আল্লাহ আমাদের নিশ্চয় এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিবেন।