সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২৭ মার্চ ২০২০ :
করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে ও নাগরিকদের সুরক্ষার্থে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরীফুল হক। এ কর্মসূচির আওতায় আজ (২৭ মার্চ) শুক্রবার দুপুরে ওয়ার্ড কাউন্সিলরা পৌর এলাকার মসজিদে মসজিদে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন। সাত নং ওয়ার্ডের ১৫টি মসজিদ, চার নং ওয়ার্ডের ১২টি মসজিদ, এক নং ওয়ার্ডের ২১টি মসজিদে এসব সামগ্রী বিতরণ করেন ঘোড়াশাল পৌর কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম নবাব, কাউন্সিলর শহীদুল ইসলাম রুমেল, কাউন্সিলর কবির হোসেন। গতকালও অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরা মসজিদে মসজিদে এসব সামগ্রী বিতরণ করেন। এছাড়াও লিফলেট বিতরণ, বাজার মনিটরিং ও বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় রাস্তায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক জানান, নাগরিকদের জীবন সুরক্ষায় পৌর সভার পক্ষ্য থেকে কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা প্রতিদিনই চেষ্টা চালিয়ে যাচ্ছি করোনা ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে। নাগরিকরা যেন সচেতন থাকে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হয় সেজন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে পৌর নাগরিকদের সব রকম সেবা দিতে পৌর কর্তৃপক্ষ পাশে থাকবে।