জহিরুল ইসলাম | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২৭ মার্চ ২০২০ : নরসিংদী জেলায় করোনা প্রতিরোধে চলছে লকডাউন। ঘর থেকে বাহির হতে পারবে না কেউ।এতে বিপদে পড়ে গেছেন দিনমজুর, শ্রমিক,অটোরিক্সা চালক। আয় না হলে সংসার চলবে কীভাবে, তা নিয়ে তাদের অনেকেই চিন্তিত। আজ শক্রবার সকাল এগারটায় নরসিংদী বাদুয়াচর এলাকায় অসহায় গরিবদের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করে সামাজিক সংগঠন স্বপ্নচারী ফাউন্ডেশন। আজ একশত পরিবারের মাঝে এই সংগঠনটি খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান, তদন্ত অফিসার আতাউর রহমান, অপারেশন অফিসার তোফাজ্জল হোসেন, এস আই মনিরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
এই সময় স্বপ্নচারী ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নচারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাহাবুদ্দিন , ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম সরকার ,আরিফুল,এসআই ফয়সাল আহমেদ,আমজাত, রাতুল,রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটানের সেক্রেটারী রোটারেক্টর জহিরুল ইসলাম সহ সদস্যবৃন্দ।