1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

পলাশে করোনা প্রতিরোধে মাঠে নামলেন “HELPFUL” নামে সংগঠন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ২৩৫ পাঠক

সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২৭ মার্চ ২০২০ : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ যখন দেশে ছড়িয়ে পড়েছে ঠিক সেই মুহুর্তে নরসিংদীর পলাশে মানুষের পাশে দাঁড়াতে "HELPFUL" নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ হয়েছে। এই সংঘঠনের এক ঝাঁক তরুণ সদস্যরা ২৫ মার্চ থেকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুক্রবার (২৭ মার্চ) ঘোড়াশাল বাজার, চর পাড়া, মিয়া পাড়াসহ পৌর এলাকার বিভিন্ন রাস্তা-ঘাট ও মসজিদ-মাদ্রাসায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। জরুরি প্রয়োজনে যে সকল যানবাহন রাস্তায় বের হয়েছে সেই যানবাহনে গুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে দিচ্ছেন। পাশাপাশি যাত্রীদের হাত জীবাণুমুক্ত রাখতেও স্যানিটাইজার ছিটিয়ে দেন। জরুরি নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার ও মাছের বাজারেও এ কার্যক্রম পরিচালনা করেন তারা। দেশের এই দুর্যোগ মুহূর্তে সীমিত আকারে কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক হলেন সারোয়ার রুবেল, যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজা, সদস্য আরিফ, আমজাদ, মুন্না, সৈকত, রাকিব, শাহরিয়া, আশিক। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন এই সংগঠনের যুগ্ম- আহ্বায়ক মালয়েশিয়া প্রবাসী ওবায়দুল রহমান অভি। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে তাদের কাজে পরামর্শ দিয়ে যাচ্ছেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। অন্যান্য উপদেষ্টার হলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, কার্যকরী সদস্য মোঃ শফিকুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা নূরে আলম।

আহ্বায়ক সারোয়ার রুবেল জানান, করোনা ভাইরাস যখন ছড়িয়ে পড়েছে তখন বন্ধুরা মিলে সবাইকে সচেতন করতে আমরা মাঠে নামি। পরবর্তীতে ভাবলাম একটি সেচ্ছাসেবী সংগঠন করে কাজ করবো। তাই HELPFUL নামে এই সংগঠন গঠন করি। এরপর থেকে আমাদের কাজের পরিধি আরো বাড়িয়ে দেই। আমরা সারাদিনব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে ঘোড়াশালে কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে আমরা উপজেলার অন্যান্য স্থানেও সদস্য বাড়িয়ে কাজ করার পরিকল্পনা আছে। এই দুর্যোগ মুহূর্তে কেউ যেন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহির না হয়। সবাই সচেতন ও নিয়ম মেনে চললে ইনশাআল্লাহ আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবো।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD