সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২৭ মার্চ ২০২০ : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য বৃত্ত চিহ্নিত করণের মাধ্যমে দূরত্ব নিশ্চিতের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নরসিংদীর পলাশ থানা পুলিশ। নরসিংদী জেলা পুলিশের নির্দেশনায় ২৭ মার্চ ( শুক্রবার) সন্ধায় পলাশের ওয়াপদা গেট সংলগ্ন বাজারে বিভিন্ন দোকানের এসব বৃত্ত চিহ্নিত করা হয় বলে নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন। এসময় তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সব কিছু বন্ধ থাকলেও কাঁচা বাজার ফার্মেসি, হাসপাতাল জরুরি সেবাদান প্রতিষ্ঠান বন্ধ করা হয়নি। এসব স্থানে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য নরসিংদী জেলা পুলিশের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত কারো শরীর থেকে সহজেই যেন অন্য কারো শরীরে সংক্রমণ না হয় সে জন্য অন্তত তিন ফুট দূরে দূরে সাদা রং দিয়ে বৃত্ত চিহ্ন একে দেওয়া হয়েছে। এতে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে একের পর একজন পণ্য সংগ্রহ করতে পারবে। বাজার কমিটির নেতৃবৃন্দকে বাকি সব স্থানে বৃত্ত একে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন মুদি দোকান, ফার্মেসি, ও কাঁচা তরকারির দোকানের সামনে নিরাপদ দূরত্বের বৃত্ত একে দেওয়া হবে। এই দুর্যোগ মুহূর্তে নিয়ম মেনে চলতে সবার সহযোগিতা চাই।