লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
শনিবার ২৮ মার্চ ২০২০:
করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ব্যতিত সকল দোকান পাট বন্ধ রাখা নিশ্চিত করতে নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়েছে নরসিংদী জেলা পুলিশ। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কে গণপরিবহনসহ নরসিংদী বাজার, সিএন্ডবি রোড়, সাহেপ্রতাব মোড়, মাধবদীর বাজার, পৌর এলাকা, ঘোড়াশাল পৌর এলাকা ও পলাশ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান মাইকিং সতর্ক করেন।
এসময় সরকারী নির্দেশ অমান্য করে পিক-আপ ভ্যানে যাত্রী পরিবহন করায় ঢাকা সিলেট মহাসড়কে জেলখানা মোড় থেকে তিনটি পিকাপ আটক করা হয়। চিনিশপুরের রাজাদী এলাকায় রিক্সভ্যান করে যাত্রী পরিবহন করায় তাদের সর্তক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান মাইকিং সতর্ক করেন।
পাশাপাশি অকারনে বাড়ীর বাহির না হওয়া নিত্যপ্রয়োজনীয় কেনা কাটায় নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান মাইকিং সতর্ক করেন। মাধবদী পৌর এলাকায় পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিককে নিয়ে বাজার পরিদর্শন করেন এবং ক্রেতাদের কেনা কাটার সময় নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন। পুলিশের এই অভিযান অব্যহত থাকবে বলে জানান জেলা পুলিশ।