নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
শনিবার ২৮ মার্চ ২০২০:
করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবক সংঘ নরসিংদী’র ব্যানারে নরসিংদী জেলা ছাত্রসংগঠন ও সাংকৃতিক সংগঠনের কর্মীরা শুকনো খাবার ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে।
শুক্রবার (২৭ মার্চ) রাতে নরসিংদীর রেলওয়ে ষ্টেশনসহ আশপাশের এলাকায় ভাসমান মানুষ ও রিক্সা চালকদের মাঝে শুকনো খাবার ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেছে উদীচী ও ছাত্র ইউনিয়ন। স্থানীয় সদস্যরা চাঁদা তুলে এই শুকনো খাবার এর ব্যাবস্থা করেন।এবং কার্যক্রমটি অব্যাহত থাকবে।
এছাড়া উদ্ভুত পরিস্থতি অনুযায়ী বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনের সদস্য।
সংগঠনটির পক্ষে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্ময় ভৌমিক, মাইনুল রহমান খান , সুমন আজাদ, বিপ্লব দাস, ডা: অঞ্জন কুমার দাস ও হাসান মাহমুদ সনেট ও আরও অনেকে।