নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২৮ মার্চ ২০২০ : বাংলাদেশে মরণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত আক্রান্ত ৪৮ জনের মধ্যে ১৫জন সুস্থ হয়েছেন। আজ শনিবার (২৮মার্চ) বেলা ১২টা ২০ মিনিটের দিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদা সেব্রিনা ফ্লোরা অনলাইনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে হাসপাতালের আইসোলেশন আছেন ৪৭ জন। সর্বমোট ২৮৪ জন আইসোলেশনে ছিলেন। এদের মধ্যে (কোভিট-১৯) এর উপস্থিত ছিল তাদের মধ্যে ১৫ জন।এবং উপস্থিতি ছিলনা বাকীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলবেন। কাশি শিষ্টাচার মেনে চলুন। হাঁচি কাশির সময় টিস্যু পেপার, কাপর অথবা রুমাল ব্যবহার করুন। যদি না থাকে তাহলে বাহুতে নাকমুখ ঢেকে নিয়ে হাঁচি কাশি দিন। রুমালটি ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিবেন।পরবর্তীতে ব্যবহৃত টিস্যুটি একটি ভিনে ফেলে দিন। এছাড়া সবাই সাবান ও পানি দিয়ে দু'হাত ধুয়ে ফেলুন। কেউ ঘরের বাহিরে যাবেন নাসহ আরো কিছু নির্দেশনা দেন।