মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
শনিবার-২৮ মার্চ ২০২০: বিশ্বে নতুন আতঙ্ক এখন প্রাণঘাতী করোনাভাইরাস যা ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। জাতিসংঘ ইতোমধ্যে এই ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। এ ভাইরাসের দ্রুত বিস্তার রোধে পুরো দেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। ফলে বেড়েছে অসহায়-ছিন্নমূল মানুষদের দুর্দশা। দেশের এমন সঙ্কটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী। শনিবার (২৮ মার্চ) বিকেলে নরসিংদী শহরের বাসাইল,শাপলা চত্বর,রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ঘুরে অসহায়-দরিদ্রের মাঝে চাল,ডাল,পিয়াজ,আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ এবং সচেতনতামূলক লিফলেট,মাক্স,সাবান বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসানউল্লাহ পিয়াল,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আল আমিন অপু,নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন পলাশ,মাহবুবুর রহমান,নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা আমির হোসেন বাবু,শাহরিয়ার সাহেল প্রমুখ ।