শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২৮ মার্চ ২০২০ : করোনা ভাইরাস ( Covid-19) প্রতিরোধে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবপুর ফায়ার সার্ভিসের এর সহযোগিতায় শিবপুর শহীদ মিনার এর পার্শ্বে জীবানুনাশক স্প্রে (ব্লিচিং পাউডার মিশ্রিত পানি) ছিটানো হয়। ২৮ মার্চ শনিবার স্প্রে ছিটানোর সময় উপস্থিত ছিলেন নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঞা মোহন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিসের সদস্যগণসহ প্রমুখ। পর্যায়ক্রমে শিবপুর উপজেলার বিভিন্ন বাজারে জীবানু নাশক স্প্রে ছিটানো হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর।