শরীফ ইকবাল রাসেল | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২৮ মার্চ ২০২০:
করোনা প্রতিরোধের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০জন হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডার থেকে বরাদ্ধ পাওয়া খাদ্য সামগ্রী দিয়ে জেলার ১০ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা সম্ভব হবে। তবে প্রয়োজন মতো এর পরিধি আরো বৃদ্ধি করা হবে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২কেজি ডাল, ৫ কেজি আলু, একটি সাবান ও একটি করে মাস্ক। জেলা প্রশাসক আরো জানান, একযোগে জেলার প্রতিটি উপজেলায় এই কর্মসূচী শুরু হয়েছে।
এসময় আরো উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাস (সার্বিক) কমল কুমার ঘোষ, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, শীলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকিরসহ ইউপি সদস্যগণ।