1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আড়াইহাহাজারে সেনাবাহিনীর টহল শুরু

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ২৬৬ পাঠক

এস এম প্রভাত, আড়াইহাজার থেকে : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আড়াইহাজার উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানো, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করনে কাজ করছেন তারা।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ হোসেন। 

তিনি জানান, শুক্রবার সিনিয়ন ওয়ারেন্ট অফিসার মোঃ শামসুদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি কোম্পানী আড়াইহাজারে এসেছেন। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তারা দিন ব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন ও সহকারী কমিশনার (ভুমি) উজ্জল হোসেনের নেতৃত্বে তারা উপজেলা সদর, কালিবাড়ী, দুপ্তারা, পাঁচগাও, মানেহর, বালিয়াপাড়া, পুরিন্দা, পাঁচরুখী এলাকায় টহল দেয়। টহলের সময় কালিবাড়ি বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে রাসেল নামে এক পাইকারী ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে ইউএনও সোহাগ হোসেন। এছাড়া টহল টীম হ্যান্ড মাইকের মাধ্যমে সর্বসাধারনকে সামাজিক দুরুত্ব বজায় রাখা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীলরাখাসহ সরকারী সকল নির্দেশ মেনে করে চলার জন্য তাগিদ দেন।

ইউএনও আরও বলেন, সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে। বিদেশফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে। এছাড়াও বাজার মনিটরিং, দরিদ্র মানুষকে সহায়তায় কাজ করবে তারা।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD