সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ২৯ মার্চ ২০২০ : কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকি এমপির পিএস মো. মাজেদুল ইসলাম সেলিমের বাবা বিশিষ্ট সমাজসেবক মো. মোসলেহউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিল ও কবর জিয়ারতের মাধ্যমে পালন করা হয়েছে। রোববার বাদ জোহর নামাজের পর কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দেওপাড়া এলাকায় মরহুমের নিজ বাড়িতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুম মো. মোসলেহউদ্দিনের আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী, মুসল্লি ও এলাকাবাসী তাঁর কবর জিয়ারত করে মাগফিরাত কামনা করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।