সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ২৯ মার্চ ২০২০ : সারাদেশে ন্যায় নরসিংদীতে করোনা (কোভিট-১৯) সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরুত্ব ও জনসমাগম রোধে সচেতনামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (২৯ মার্চ) বিকেল ৪টায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহরের প্রধান সড়ক ও বাজারে সচেতনতামূলক প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী, নরসিংদী জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদিয়া, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পারভেজ মল্লিক, ঘোড়াশাল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সেনাবাহিনীর সদস্যরা। এসময় তারা প্রয়োজন ছাড়া বাহিরে যেতে নিষেধ ও জরুরি কাজে বের হলে অবশ্যই মুখে মাস্ক ও হ্যান্ডস গ্লাব পড়ার অনুরোধ জানান। এছাড়া প্রচারণাকালে সেনাবাহিনীর পক্ষ থেকে সচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন করা হয়। এসব প্লেকার্ডে লেখা ছিল :- করোনা নিয়ে ভয় নয় সচেতনতায় করব জয়, বিদেশ ফেরত এলাম যারা কোয়ারান্টাইনে থাকবো তারা, ঘন ঘন ধুয়ে হাত সুস্থ্য থাকি দিন-রাত, ভীড় জমায়েত এড়িয়ে দূরে থেকে কথা বলি, আমাদের সচেতনতাই পারে আমাদের সুস্থতা নিশ্চিত করতে।