নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার,২৯ মার্চ ২০২০:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তর সংখ্যা আগে যা ছিল তা-ই আছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সন্দেহে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর সোয়া ১২টায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশে মোট আক্রান্ত আগের মতো ৪৮ জনে আছে। নতুন করে কেউ সুস্থও হয়নি। ফলে আগের দিনের মতো সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ জনেই আছে। মৃতের সংখ্যাও ৫ জনেই রয়েছে। চিকিৎসাধীন আছেন ২৮ জন।
এসময় তিনি সবাইকে করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ সরকার ও আইইডিসিআরের দিকনির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
গত ৮ মার্চ সর্বপ্রথম বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়। ১৮ মার্চ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর আরও ৪ জনের মৃত্যু হয়। তবে সবশেষ কয়েকদিনে বাংলাদেশে নতুন করে আরও বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হলেও মৃত্যুর কোনও খবর আসেনি। দেশে এখন মোট আক্রান্ত ৪৮ জনের মধ্যে ৫ জন মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৫ জন।
করোনা ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬২ হাজার ৯৬৭ জন। এর মধ্যে ১ লাখ ৪১ হাজার ৯৫৩ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। চীনে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৪৩৯ জন। এছাড়া চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮১ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৬০১ জন।
এছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৪ লাখ ৯০ হাজার ১৬৩ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ৭৫১ জনের অবস্থা সাধারণ। বাকি ২৫ হাজার ৪১২ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।
ইতালিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০ হাজার ৮৬১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া স্পেনে ৫,৯৮২ জন, চীনে ৩,৩০০ জন, ইরানে ২,৫১৭ জন, ফ্রান্সে ২,৩১৪ জন, যুক্তরাষ্ট্রে ২,২২৭ জন, যুক্তরাজ্যে ১,০১৯ জনের মৃত্যু হয়েছে।