মুন্সীগঞ্জ | নরসিংদী প্রতিদিন-
রবিবার-২৯ মার্চ ২০২০: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর তিনদিন পর সম্পুর্ন যান্ত্রিক প্রক্রিয়ায় আমেরিকার লং আইলান্ডে দাফন করা হলো মুন্সীগঞ্জের মেয়ে তৃষাকে।
নিউইয়র্কের জ্যামাইকার হাইল্যান্ড আ্যভিনিউয়ে স্বামী উবার চালক বোরহান চাকলাদারের সঙ্গে বসবাসকারী আমিনা আন্দালিব তৃষা গত ২৩ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
হতভাগী তৃষা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া-তেলিপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা মনির হোসেন হাওলাদারের মেয়ে।
পারিবারিক সূত্রানুযায়ী, মাত্র ৪ বছর আগে তৃষা স্বামীর সঙ্গে আমেরিকায় যায়। মৃত্যুর পর করোনা ছোঁয়াচে রোগ বিধায় সেখানকার সেবাকর্মীরা তৃষার লাশ দাফনে অনাগ্রহ প্রকাশ করেন। পরে বাঙালী কমিউনিটির হস্তক্ষেপে এ জটিলতা নিরসন হয় এবং ক্রেনের সাহায্যে ন্যূনতম সময়ে দাফন কাজ সম্পন্ন করা হয়। তৃষার অকাল মৃত্যুতে আমেরিকার বাঙালী কমিউিনিটিতে এবং মুন্সীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।