মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
রবিবার-২৯ মার্চ ২০২০: করোনা ভাইরাস প্রতিরোধে নরসিংদীতে শিবপুর উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে জোনাকি সংসদ এর উদ্যোগে জীবাণু নাশক স্প্রে করা হয়। সেইসাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল বৃত্ত অঙ্কন করে দিয়ে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য সর্তকতা অবলম্বনে মাইকিং অব্যাহত থাকবে বলে জানান জোনাকি সংসদের সদস্যরা। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সম্মানিত সদস্য নাজিউর রহমান নাজির, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সৃষ্টিগড় জোনাকি সংসদ এর সভাপতি টিটু বৈরাগী প্রমুখ ।