মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন -সোমবার-৩০ মার্চ ২০২০: আত্মমানবতার সেবায় মহামারি আকার ধারন করা করোনাভাইরাস এর ভয় উপেক্ষা করে লকডাউনে নিজগৃহে থাকা নিন্ম আয়ের অসহায় দরিদ্র মানুষদের দাড়ে দাড়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে সামাজিক সংগঠন নরসিংদী মানব কল্যান সংঘ । শনিবার (২৮ মার্চ) রাতে নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান এর পরামর্শ অনুযায়ী ও মানব কল্যাণ সংঘের উপদেষ্টা ইসহাক খলিল বাবুর নেতৃত্বে নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় ও ঘরে ঘরে গিয়ে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেন নরসিংদী মানব কল্যান সংঘের প্রতিষ্ঠাতা ইফাত খলিল সুজন
এসময় নরসিংদী মানব কল্যান সংঘের উপদেষ্টা ইসহাক খলিল বাবু বলেন,লকডাউনে খেটে খাওয়া ও অসহায় মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন । তাদের একজনের রোজগারে পুরো পরিবার চলে,এখন তাদের উপার্জন বন্ধ । এজন্য আমরা অসহায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, মাস্ক,সাবান ও হ্যান্ডসেনিটাইজার পৌছে দিয়েছি।