1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

করোনায় গণমাধ্যম ও সরকার একযোগে কাজ করবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ১৮৪ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ৩০ মার্চ ২০২০:
করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় সরকার ও গণমাধ্যম একযোগে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘করোনা দুর্যোগ মোকাবেলায় আমরা মূলধারার মিডিয়ার সহযোগিতা চেয়েছি। আমরা একমত হয়েছি যে, এ সময় জনগণকে আতঙ্কিত করা মোটেও সমুচীন নয়। বরং জনগণকে সতর্ক করা প্রয়োজন। এই সংকটময় মুহূর্তে আমাদের কি করা দরকার, সরকারের কি করা দরকার, ভবিষ্যতে কি করা দরকার, এই গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

সোমবার (৩০ মার্চ) ঢাকায় তথ্যমন্ত্রী তার মিন্টু রোডের সরকারি বাসভবনে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘বৈশ্বিক দুর্যোগের সময়, আমাদের দেশে এই কারণে ভাইরাস থেকে মুক্ত থাকেনি। সমগ্র পৃথিবীর আজকে আক্রান্ত। এই পরিস্থিতির প্রেক্ষাপটে, আমরা সংবাদপত্র ওনার্স অ্যাসোসিয়েশন এবং টেলিভিশন মালিকদের সংগঠন এ্যাটকো ডিরেক্টরস গিল্ড, সম্পাদক পরিষদ এই চারটি সংগঠনের সাথে আমরা আলোচনা করেছি। এই দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে, গণমাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে, মানুষকে অবহিত করা।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষকে সতর্ক করা এবং সঠিক চিত্র তুলে ধরা, সার্বিকভাবে গণমাধ্যমে ব্যাপক গুরুত্বপূর্ণ। সেটি যাতে আমরা সরকার, গণমাধ্যম এক সাথে কাজ করে এই সংকট উত্তরণে আমরা যাতে সবাই একযোগে কাজ করতে পারি। সে বিষয়টি আলোচিত হয়েছে। এবং সবাই ঐক্যমতে পৌঁছছি আমরা। আমরা অবশ্যই এই বৈশ্বিক দুর্যোগের সময় সংকটময় মুহূর্তে আমরা একযোগে কাজ করব। ’

তিনি বলেন, ‘আমাদের দেশে অতীতে আমরা দেখেছি, বিভিন্ন সময় নানা ধরনের গুজব রটানো হয়। কিছু ভুয়া অনলাইন পোর্টাল থেকে নানা ধরনের ভুয়া সংবাদ পরিবেশন করা হয়। মানুষকে আতঙ্কিত করার জন্য অনেক ধরনের সংবাদ পরিবেশিত হয়। এই ধরনের সংবাদ পরিবেশন করে সেটির বিরুদ্ধে যাতে করে আমাদের মূলধারার মিডিয়াগুলো সেগুলো ভূমিকা রাখতে, রাখছে। আরও কীভাবে জোরালো ভূমিকা রাখা যায়। যারা এধরনের কাজ করবে তাদেরকে চিহ্নিত করে সরকার ব্যবস্থা নিচ্ছে।’

নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ-নোয়াব-এর সভাপতি এ কে আজাদ, নির্বাহী সদস্য মতিউর রহমান ও তারিক সুজাত, সম্পাদকীয় পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক নঈম নিজাম, এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো এর সিনিয়র সহসভাপতি ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, এটকো’র অন্যতম পরিচালক ইকবাল সোবহান চৌধুরী বৈঠকে যোগ দেন। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন এসময় উপস্থিত ছিলেন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD