চট্টগ্রাম | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ৩০ মার্চ ২০২০ :
নগরীতে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন ৩ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি)।
সোমবার (৩০ মার্চ) লাভ লেইনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপির দক্ষিণ বিভাগের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মাহাবুবর রহমান বলেন, করোনায় ৩ হাজার দরিদ্র পরিবার মাঝে খাদ্য বিতরণ করা হবে। এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা প্রতিটি পরিবারকে ১৯ কেজি খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, দেড় কেজি রসুন পেঁয়াজ, আধা কেজি লবণ, ১ লিটার তেল ও ১টি সাবানসহ সর্বমোট ১৯ কেজি খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হবে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, প্রতিদিন ১০০ পরিবার (বৃদ্ধ/বৃদ্ধা) এবং অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সমাজের বিত্তবান লোকদের কাছে আহবান, এই দুর্যোগপূর্ণ সময়ে গরীব-দূঃখী ও অসহায় লোকদের পাশে এগিয়ে আসুন।
এ ছাড়া নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে টিম-৪ সমাজে অক্ষম দুস্থদের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে।