বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ৩০ মার্চ ২০২০ : বাংলাদেশের ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ২০১৩ সালে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। এখন সেখানেই বসবাস করছেন মোনালিসা। মাঝেমধ্যে দেশে ফেরেন। অভিনয়ও করেন।
বর্তমানে আমেরিকার বিশ্ববিখ্যাত কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান ‘সেফোরা’র বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন মোনালিসা। প্রবাস জীবনে সুখী মোনালিসার এখন চোখে মুখে আতঙ্ক।
কারণ, বিশ্বব্যাপী মহামারিতে রুপ নেওয়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যে এখন যুক্তরাষ্ট্রেই বেশি। প্রতি ৯ মিনিটে মারা যাচ্ছে একজন ব্যক্তি।
এক ফেসবুক স্ট্যাটাসে মোনালিসা লিখেছেন, ‘দিনের পর দিন সবকিছু আমার কাছে অপরিচিত লাগছে। প্রতিদিন সকালে আমি ঘুম থেকে ওঠার পর আমি চিন্তা করি যে আমি এখনও পৃথিবীতে আছি। আমি মনে করি এখনও পৃথিবীতে বাস করছি বা অন্য কোনও জায়গায়, পাশাপাশি কোনও লোক নেই, প্রতিটি রাস্তা খালি, গান নেই, কোনও গাড়ি নেই, কোনও মানুষ নেই। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এটা পৃথিবী শেষ হয়ে যাওয়ার মতো। এটি একটি এলিয়েন-জগতে পরিণত হয়েছে।’
তিনি আরও লিখেন, হে আল্লাহ জানি না আমরা কেউই জানিনা কবে সব কিছু ঠিক হবে। আমার জীবনে এমন পরিস্থিতিতে কখনই পড়িনি।